IQNA

ভিডিও | ২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে ইরানের প্রসিদ্ধ ক্বারির তিলাওয়াত

0:15 - June 23, 2020
সংবাদ: 2611008
তেহরান (ইকনা): ২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ -২০২০-এ ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক ক্বারী কারীম মানসূরী সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছেন। কুরআন তিলাওয়াতের সময় শ্রোতাগণ তার তিলাওয়াতের অনেক প্রশংসা করেছে।

হামবুর্গের ইসলামিক সেন্টারের আওতাধীন জার্মানের দারুল কুরআন ক্বারী কারীম মানসূরীর সূরা তীন তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশ করেছে।

 

২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ইরানের প্রসিদ্ধ এই ক্বারি এই মধুর তিলাওয়াতটি পরিবেশন করেন। ২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ -২০২০ জানুয়ারী মাসের ২৫ তারিখে নোয়াখালীর মাইজাদীর জিলা স্কুল ময়দান অনুষ্ঠিত হয়েছে।

 

এই কুরআন মাহফিলটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা’র উদ্যোগে এবং নোয়াখালীর আলেমদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে।

 

জানুয়ারী মাসে অনুষ্ঠিত এই কুরআনিক সম্মেলনে জর্ডানের শাইখ ড. সামিহ আল-আসামেনাহ, মিশরের শাইখ আদিল আল-বায, ইরানের ক্বারী কারীম মানসূরী, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদী, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা কুরআন তিলাওয়াত করেছেন। উক্ত সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। iqna

captcha